Notice Board

এইচএসসি পরীক্ষা-২০২৫ এর স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি।

স্মারক নংঃ মাউশিবোদি/পনি/পরীঃ/উমাঃ/২০২৫/৩৬৪(২৫০০) তারিখ: ২৩/০৭/২০২৫ খ্রি. বিষয় : এইচএসসি পরীক্ষা-২০২৫ এর স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি। সূত্র: আশিবো/প্রশা/২০১০/৮২, তারিখ- ২৩/০৭/২০২৫ খ্রি.। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের চলমান এইচএসসি পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের পরীক্ষা নিম্নে উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিষয় ও সময় সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত ১। রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র ২। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (মানবিক শাখা) ৩। ইতিহাস ২য় পত্র ৩০৫ X X ৪। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ২৮৭ বিষয় কোড তারিখ ও দিন ১৭৭২৬৮ ১৭/০৮/২০২৫ রবিবার বিষয় ও সময় বিকেল ২টা হতে ৫টা পর্যন্ত বিষয় কোড ১। অর্থনীতি ১ম পত্র ১০৯ ২। প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্র ১৮০ ১৯/০৮/২০২৫ X X মঙ্গলবার বিঃ দ্রঃ ১৯/০৮/২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখে সকাল ৯:০০ টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন। ড্রইং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে। তবে প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র কোড শিরোনাম পত্রে এবং যাবতীয় কাগজপত্রে ব্যবহার করতে হবে। বিষয় ব্যবহারিক পরীক্ষার সময়সূচী: তারিখ ১। অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২১/০৮/২০২৫ তারিখ হতে ৩১/০৮/২০২৫ তরিখ পর্যন্ত। উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ০৩/০৯/২০২৫ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর Online-এ এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। সময় স্থান মন্তব্য পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/অধ্যক্ষের নিকট হতে জেনে নেবে। 2028 20/09 প্রফেসর মীর সাজ্জাদ আলী পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর। ভারপ্রাপ্ত কর্মকর্তা দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাধীন সকল এইচএসসি পরীক্ষা কেন্দ্র-২০২৫। অনুলিপি: অবগতি ও কার্যার্থে বিতরণ- (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) ০১। জেলা প্রশাসক, রংপুর/গাইবান্ধা/নীলফামারী/কুড়িগ্রাম/লালমনিরহাট/দিনাজপুর/ঠাকুরগাঁও/পঞ্চগড়। ০২। উপজেলা নির্বাহী অফিসার, দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাধীন সকল উপজেলা। ০৩। অধ্যক্ষ, দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কলেজ। ০৪। বার্তা সম্পাদক, সকল ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়া। ০৫। চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, দিনাজপুর শিক্ষা বোর্ড। ০৬। অফিস কপি।

Jul 23, 2025